দক্ষিনদিনাজপুর

আগুন লেগে ভস্মীভূত হল একটি বাড়ি,পুড়লো কয়েক লক্ষ টাকার সামগ্রী

বুধবার ভোররাতে আগুন লেগে ভস্মীভূত হল একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার চকভৃগু গার্লস স্কুল পাড়া এলাকায়। আগুন লাগার খবর পেয়েও ঘটনাস্থলে পৌঁছেতে পারেনি দমকলের ইঞ্জিন। ফলে আগুন আয়ত্তে আনতে বেগ পেতে হয় স্থানীয়দের। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন পুরোপুরি আয়ত্তে আসে। ততক্ষণে সর্বস্য ভস্মীভূত হয়ে যায়। সব মিলিয়ে তিন থেকে চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মশার কয়েল বা শর্ট সার্কিট থেকে হয়তো এই আগুন লেগে থাকতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও বালুরঘাট থানার পুলিশ।

এবিষয়ে বাড়ির মালিক সন্তোষ কুমার দত্ত জানান, মশা মারার কয়েল বা শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। বাড়ি থেকে জিনিস পত্র বের করার চেষ্টা করলেও সম্ভব হয়নি। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। 

এবিষয়ে স্থানীয় বাসিন্দা আরতি হালদার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। আগুন জ্বলাকালীন ঐ বাড়িতে থাকা এক প্রতিবন্ধী মেয়েকে বাইরে নিয়ে আসেন। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, ঐ বাড়ির মালিক একটি হোটেল চালাত। যার যাবতীয় জিনিসপত্র রাখা ছিল বাড়িতেই। আগুন লাগার ফলে সব পুড়ে ধূলিসাৎ হয়ে যায়। সেই সঙ্গে তিনি ওই পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার দাবী জানান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/HoAZBvBTD1c